Daily Gazipur Online

গাবতলী সাবেক উপজেলা চেয়ারম্যানের ভাই সাবেক এক্সএন মান্নানের ইন্তেকাল

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটির উপদেষ্ঠা আব্দুল মালেক সরকার মালু মাষ্টারের মেজো ভাই সড়ক ও জনপদ বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী (এক্সএন) আব্দুল মান্নান সরকার নামাজরত অবস্থায় হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। রবিবার ভোরে রাজধানী ঢাকা’স্থ বনানী মসজিদে ফজরের নামাজ পড়তে গেলে নামাজরত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২বছর। তিনি স্ত্রী, ১ছেলে, ১মেয়ে, নাতী-নাতনী’সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদ যোহর বনানী জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বগুড়া জেলার গাবতলী জয়ভোগা গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এতে শরিক হয়ে ছিলেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। অপর দিকে তাঁর রুহের মাগফিরাত কামনা করে ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সুজন-সুশাসনের জন্য নাগরিক গাবতলী উপজেলা কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সংগঠনের উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব প্রফেসর এমএ জলিল, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল’সহ অন্যান্য সদস্যবৃন্দ।