

জাহাঙ্গীর আকন্দ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দ্বিতীয় দিনেও বিক্ষোভ মিছিল করেছে টঙ্গীর স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা টঙ্গীর চেরাগ আলী, কলেজগেট, হোসেন মার্কেট, গাজীপুরাসহ টঙ্গীর বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে রাখেন এবং গাসিক মেয়রের কুশপুত্তলিকা আগুন দিয়ে পুড়িয়ে দেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাসিক মেয়র পদ থেকে বহিষ্কারের দাবী জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
আজ বৃহস্পতিবার (বিকেল ৪ থেকে সন্ধ্যা সাড়ে ৬ পর্যন্ত) প্রায় দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।
এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে কটুক্তিকারী ও গাজীপুর মহনগর আওয়ামীলীগের শীর্ষ নেতাদের নিয়ে বিরুপ মন্তব্যকারী এবং দেশে দুইটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার সুনাম ক্ষুন্নকারী জামাত বিএনপির এজেন্ট নব্য রাজাকার প্রতারক শাহেদ ও হেলেনা জাহাঙ্গীরের সহযোগী গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে দৃষ্টান্তমূলক শাস্তি ও বহিষ্কারের দাবী জানাচ্ছি।
