মোঃরফিকুল ইসলাম মিঠু: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন(ডিএনসিসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেন তাদের আওতাধীন ওয়ার্ডগুলো থেকে গৃহস্থালি বর্জ্য সংগ্রহের সেবা দানকারী প্রতিষ্ঠানের (গার্ভেজ ভ্যান সার্ভিস) নিবন্ধনের আবেদনপত্রের জন্য আবেদনকৃত কতৃপক্ষ কে ন্যূনতম পাস মার্ক পেতে হবে।
ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছেন ডিএনসিসির সচিব মাসুদ আলম ছিদ্দিক।
তিনি বলেন, গৃহস্থলী বর্জ্য সংগ্রহের সেবাদনকারী প্রতিষ্ঠান (ভ্যান সার্ভিস) নিবন্ধনের আবেদনপত্রের সংশোধন এবং ন্যূনতম পাস মার্ক নির্ধারণের জন্য কমিটি গঠন করা হয়েছে।
মাসুদ আলম ছিদ্দিক আরো বলেন, গঠিত কমিটি ডিএনসিসি’র আওতাধীন ওয়ার্ডগুলো হতে গৃহস্থলি বর্জ্য সংগ্রহের সেবা দানকারী প্রতিষ্ঠানের নিবন্ধনের আবেদনপত্রের সংশোধন করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার কাছে দাখিল করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে ওয়ার্ডবাসী সঠিক সংস্থার কাছে তাদের বর্জ্য প্রদানের মাধ্যমে পরিছন্ন পরিবেশ বজায় রাখতে পারবেন। উল্লেখ থাকে যে ময়লা অপসারণ কে কেন্দ্র করে যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হত তারও অবসান হবে এ ব্যাবস্থার মাধ্যমে।
গৃহস্থালি বর্জ্য সংগ্রহে নুন্নতম ৩৩ নাম্বার পেতে হবে
