ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগরের টঙ্গীতে ছাত্রলীগ কর্মী নাহিদ হত্যার ঘটনায় প্রধান আসামীসহ তিনজন গ্রেফতার হলেও মামলার তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআইর) বিরুদ্ধে। এঘটনার পর টঙ্গী বাজারের ব্যবসায়ীরাও গ্রেফতার আতঙ্কে রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। র্যাব কতৃক আসামীরা হলেন, সাদ্দাম হোসেন, আলাউদ্দিন রাফি ও আহাদুল ইসলাম রনি।
র্যাব সূত্রে জানা যায়, এই মামলায় র্যাব (১) এর একটি টিম বিশেষ অভিযান করে হত্যাকান্ডে জড়িত প্রধান আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছেন। র্যাব এই হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন করে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানানো হয়।
আসামীদের স্বজনরা অভিযোগ করে বলেন, পিবিআইয়ের কাছে আসামীদের হস্তান্তর করার পর পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক হাফিজুর রহমান মনগড়া আসামী আহাদুল ইসলাম রনিকে ছেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আদালতে কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয়দের নাম জড়িয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। ফলে অহেতুক গ্রেফতার আতঙ্কে বাজারের কয়েকজন ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছেন।
ওই ঘটনার পর পিবিআই কোনও আসামীকে গ্রেফতার না করায় বাদিপক্ষও ক্ষুব্ধ। বাদি পক্ষের অভিযোগ, মামলাটি সঠিকভাবে তদন্ত করছেন না পিবিআই। এ কারনে মামলাটি সিআইডির নিকট তদন্তের আবেদন জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির কাছ থেকে সুপারিশ নেওয়া হয়।
এলাকাবাসীর অভিযোগ, নিহত নাহিদ ও মামলার প্রধান আসামী রাফির সঙ্গে প্রবাসীর এক স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক তৈরী হয়। পরকীয়ার জেরেই দুই জনের মধ্যে বিরোধ লেগে ছিল। ঘটনার দিন ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রæপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। নাহিদের বাসা ঘটনাস্থল থেকে প্রায় ৫/৬ কিলোমিটার দুরে হলেও এই ঘটনাকে কেন্দ্র করে নাহিদ তার লোকজন নিয়ে রাফির উপর হামলা চালায়। একপর্যায়ে দুই গ্রæপের মধ্যে মারামারির ঘটনায় নাহিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সাদ্দাম। এলাকাবাসীর অভিযোগ, ঘটনাটি পরকীয়ার জেরে হলেও মামলাটি স্থানীয় এক ছাত্রলীগ নেতা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য রাজনৈতিকভাবে পরিচালনা করতে চাইছে। মামলাটির তদন্তভার থানা পুলিশের কাছ থেকে পিবিআইয়ের কাছে নেওয়া থেকে শুরু করে প্রতিপক্ষ রাজনৈতিক নেতাদের ঘায়েল করার জন্য ওই ছাত্রলীগ নেতা বিভিন্ন পর্যায়ে তদবির চালাচ্ছে। এক দিকে রাজনৈতিক প্রভাব ও অন্যদিকে পিবিআইয়ে তদন্ত নিয়ে প্রশ্ন জনমনে
এবিষয়ে পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাত্র তিন সপ্তাহ হয়েছে মামলার তদন্তভার পিআইবি পেয়েছে। এই সময়ের মধ্যে তিনজন আসামী গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে এ মামলার ক্লু গুলো এখনই বলা সম্ভব না।
উল্লেখ্য গত ১মার্চ ২০১৯ তারিখে টঙ্গী ভরান মুন্সিপাড়া রোড এলাকায় রাত সাড়ে ৮টায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রিন্স মাহমুদ নাহিদ (২৮) নামের এক ছাত্রলীগ কর্মি নিহত হয়। নিহত নাহিদ টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে। ঘটনার পরদিন নিহতের বাবা জহিরুল ইসলাম বাদি হয়ে ১১জনকে আসামী করে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।