Daily Gazipur Online

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের : এরশাদ

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক জরুরি সংবাদ সম্মেলনে শনিবার রাত সোয়া ১১টার দিকে হুসেইন মুহম্মদ এরশাদ ঘোষণা দেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত এক লিখিত বক্তব্য দেন এরশাদ। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিএম কাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়েই সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন এরশাদ।
জিএম কাদেরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এরশাদ সাহেব স্বেচ্ছায় তাকে এই দায়িত্ব দিয়েছেন। এখন তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।