Daily Gazipur Online

জাতীয় সাংবাদিক সোসাইটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু আজ ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দূরারোগ্য ক্যান্সার রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক, রাজশাহী সিটি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, একটি কলেজের সহকারী অধ্যাপকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
আব্দুল্লাহ আল মাহমুদ বাবলুর মৃত্যুতে জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এড. এম এ মজিদ এবং মহাসচিব নাসির উদ্দিন বুলবুল এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যকে এই শোক সহ্য করার তৌফিক প্রদানের জন্য প্রার্থনা করেন।
আজ ১৫ ফেব্রুয়ারি বাদ যোহর উপশহর ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।