Daily Gazipur Online

জিএমপি গাছা থানায় ওরেন্ট ভুক্ত দুর্ধর্ষ আসামী গ্রেফতার

সানাউল্লাহ স্বপন, গাজীপুর: গাজীপুরে গাছা থানায় ওয়ারেন্ড ভুক্ত দুর্ধর্ষ আসামী মোহাম্মদ তামিম হোসেন (২২) গ্রেফতার ,
পিতা, মোহাম্মদ সেলিম, সাং-ছয়দানা মালিকের বাড়ি দিঘীর পূর্ব পাড়, থানা- গাছা, জেলা-গাজীপুর মহানগর ।
অভিযান পরিচালনা করেন গাছা থানার দক্ষ, চৌকস পুলিশ অফিসার এসআই মোঃ মমিনুল ইসলাম, ও কনস্টেবল বদরুজ্জামান।
তিনি বলেন প্রথমে মালেকের বাড়ি অভিযান পরিচালনা করা হলে পুলিশের ধাওয়া খেয়ে ডেগেরচালা সেফাল গার্মেন্টস এর পূর্বপাশের এক বাড়িতে আত্মগোপন করে পরে বাথরুমের কাচ ভেঙ্গে পালানোর সময় চতুর্থ তলায় থেকে কমান্ডো স্টাইলে আসামির কোমরে দড়ি বেঁধে তাকে নিচে নামানো হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। গাছা থানায় মামলা নম্বর ৪৬ (১০)১৯।