Daily Gazipur Online

জয়দেবপুর জংশনে খাঁচায় বন্দী ব্যবসায়ীদের আর্তনাদ

মোঃ বায়েজীদ হোসেন : মহামারী কোভিড-১৯ (করোনা) ভাইরাস আসার পর থেকে লকডাউনের পরে এমনিতেই ব্যবসায়ীরা সর্বশান্ত তার পর আবার কাঁচা গায়ে যেনো লবনের ছিটা এমনি ভাগ্য বরণ করতে হচ্ছে জয়দেবপুর জংশনের অধিকাংশ ব্যবসায়ীদের। জংশনের উত্তর পাশের দোকান গুলো সম্প্রতি গ্রীল দিয়ে বেড়া দেওয়ার কারনে সেই সব দোকানে ক্রেতা যাচ্ছে না, ব্যবসায়ীরা অন্য দিকে জংশনে দক্ষিণ পাশের দোকান গুলো উন্মুক্ত থাকার কারনে তাদের এখন পোয়াকার যেন আলাউদ্দিনের চেরাক পেয়েছেন। উত্তর পাশের দোকানিরা দোকান খুলে যেন মাছি মারছেন। পুঁজি হারিয়ে ঋণগ্রস্থ হয়ে এখন তারা দিশে হারা। একই স্থানে দুই ধরনের ব্যস্থা হাস্য কর সিদান্ত বলে গুঞ্জন রয়েছে। রেলওয়ে থেকে বৈধ্য ভাবে সরকারকে ট্যাক্স দিয়ে একই স্থানে দুই ধরনে ব্যবস্থা নজির বিহিন, এভাবে চলতে থাকলে কিছু দিনের মধ্যে উত্তর পাশে ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে পথে বসে পরবে বলে আসংকা করছেন তারা বর্তমান সরকারের রেল মন্ত্রী সু-চিন্তিত ব্যবস্থা না দিলে উত্তর পাশের ব্যবসায়ীরা পথে নামা ছাড়া আর কোন উপায় থাকবেনা।