Daily Gazipur Online

টঙ্গীতে ইন্ডিয়ান কাপড় উদ্ধার ( ভিডিও )

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ভারত থেকে আসা মৈত্রী ট্রেনে অবৈধভাবে আমদানি করা ৫ লাখ টাকা মূল্যের কাপড় টঙ্গী রেলওয়ে জংশনে আটক হয়েছে। শুক্রবার বিকেলে টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় মৈত্রী ট্রেন থেকে ইন্ডিয়ান কাপড়ের ১৬টি বস্তা ও মধুমিতা একটি পরিত্যাক্ত জায়গা আরো কিছু ইন্ডিয়ান কাপড় ফেলে চলে যায়। পরে রেলওয়ে পুলিশ ইন্ডিয়ান ১৬টি বস্তা কাপড় ফাড়িতে নিয়ে যায়। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ সুপার পরিদর্শন করেন।

মধুমিতায় পরিত্যাক্ত কাপড় টঙ্গী সরকারি কলেজের সাবেক সভাপতি এমএম নাছিরের বাসায় নিয়ে গেলে রাতে টঙ্গী পূর্ব থানার এস আই জহিরুল ইসলাম অভিযান চালিয়ে ওই কাপড় উদ্ধার করে।
এ বিষয়ে রেলওয়ে পুলিশ সুপার মহিউল ইসলাম বলেন, ভারত থেকে আসা মৈত্রী ট্রেনে অবৈধভাবে আমদানি করা ৫ লাখ টাকা মূল্যের ১৬টি কাপড় টঙ্গী রেলওয়ে জংশনে ট্রেনের জানালা দিয়ে ফেলে চলে যায়। আরো কিছু কাপড় টঙ্গী মধুমিতা এলাকায় ফেলে গেছে সেগুলো আমরা পাইনি। তবে কাপড় জব্দ করার পর স্থানীয় ভাবে আমার মোবাইলে অনেকে ফোন দিয়েছে।
টঙ্গী রেলওয়ে জংশনের ( আর এন পি ) তন্ময় জানান , ঈদকে সামনে রেখে চোরা কারবারিদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।