Daily Gazipur Online

টঙ্গীতে কাদেরিয়া টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ে কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবন উদ্বোধন

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে কাদেরিয়া টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধিনে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জিয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওরিয়ান গ্রুপের এডিপি, কার্পোরেট অফিসার মেজর তারিক কায়সার, পিএসসি (অব), গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, গাজীপুর মহানগর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো: শহীদ উল্লা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ইলিয়াস আহমেদ, টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়া, সাবেক শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহমেদ, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, গাজীপুর মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, গাজীপুর সদর থানা যুব উন্নয়ন কর্মকর্তা মনছুরুল ইসলাম মিলন, ৫৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক সরকার জাহিদুল ইসলাম টিপু, গাজীপুর মহানগর যুবলীগের নেতা বিল্লাল হোসেন মোল্লা, টঙ্গী থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মোল্লা, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা লিটন উদ্দিন সরকার, সোহেল রানা, কে এম পলাশ মাহমুদ, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান, আক্তার হোসেন সরকার, আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা সর্দার আনোয়ারুল হক, সিরাজুল হক, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, হুমায়ুন কবির বাপ্পি প্রমুখ। আলোচনা সভা শেষে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।