
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮নং ওয়ার্ড করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা ১৫শ’ নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিলেন ৪৮নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা। শনিবার টঙ্গী দত্তপাড়া সিনিয়র মাদ্রাসা মাঠে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা ১৫শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দত্তপাড়া সিনিয়র মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হাজী মো: কাজীমুদ্দিন আহমেদ, টঙ্গী থানা যুবলীগের সভাপতি আলহাজ¦ আব্দুস সাত্তার মোল্লা, আওয়ামীলীগ নেতা আতাউর রহমান, বজলুর রহমান মন্টু, ফয়েজ আহমেদ মিন্টু, হাসান মোল্লা, সেলিম মাহমুদ, শাহজাহান মিয়া, রফিক সিকদার, শহীদুল ইসলাম জঙ্গী, পলাশ মাহমুদ, ছাত্রলীগ নেতা আরিফুর রহমন পলাশ প্রমুখ।
এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমার ওয়ার্ডে করোনা ভাইরাসের কাণে লকডাউনে থাকা নি¤œ আয়ের ১৫শ’ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার পাঠিয়েছে। আমি আমার ওয়ার্ডের আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে সমন্বয় করে তা বিতরণ করতে সক্ষম হয়েছি।
