Daily Gazipur Online

টঙ্গীতে ছাত্রলীগ নেতাকে মারধর, থানায় অভিযোগ

জাহাঙ্গীর আকন্দ: গাজীপুরের টঙ্গীতে তুচ্ছ ঘটনার জেরে ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। নির্যাতিত সাখাওয়াত হোসেন সুজন গাজীপুর মহানগরীর ৪৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। শুক্রবার রাত নয়টায় টঙ্গীর শিলমুন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
টঙ্গী পূর্ব থানার উপ-পুলিশ পরিদর্শক রাজিব হোসেন বলেন, রাস্তার জমি নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিলো। এ সময় ছাত্রলীগ নেতা সুজন এগিয়ে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত দশ জন আহত হয়।
ছাত্রলীগ নেতা সুজন বলেন, সিটি কর্পোরেশনের নির্দেশে রাস্তার সংষ্কারের জমি নিয়ে স্থানীয় বাড়ির শাকিল সরকার, আসাদ মিয়া ও মুসলিম মিয়ার মধ্যে বিরোধ চলছিলো। শুক্রবার বিকেল থেকে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে আমি এগিয়ে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করি। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এরই এক পর্যায়ে স্থানীয় আসাদ, রফিকুল ইসলাম রনি, রবিউল ইসলাম, সিয়াম, মোসলেম উদ্দিন, রাসেদ, বাবু, হৃদয়, হাওয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে আমার উপর হামলা চালায়। এসময় আমার পরিবারের সদস্যরা এগিয়ে আসলে হামলাকারীরা আমার ফুফুতো ভাই ওয়ার্ড যুবলীগের আহবায়ক মনির হোসেন সাগর ও তার স্ত্রী রিনা আক্তার, ফুফাতো বোন শাহনাজ পারভিন, ভাতিজা দিপু, মুন্না, ইমু ও শ্যালক আসিফকে পিটিয়ে আহত করে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, উভয়পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।