Daily Gazipur Online

টঙ্গীতে জলাশয় ভরাট করে ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণ ॥ রাজউক কর্তৃপক্ষ নীরব

মায়ের দোয়া রিয়েল এস্টেট এন্ড কন্সট্রাকশন কোম্পানী লি: খুঁটির জোর কোথায়!

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে সরকারি জলাশয় ভরাট করে ঝুঁকিপূর্ণভাবে বহুতল ভবন ও শেড নির্মাণের প্ল্যান বাতিল করতে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে নির্দেশ দেয়া হলেও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঘুম ভাঙ্গেনি। এখনও তারা এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। নিরবতার কারণ সম্পর্কে কোন তথ্য জানাতেও রাজি নয় রাজউকের কর্মকর্তারা।
টঙ্গীতে জলাশয় ভরাট করে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র ছাড়াই সম্পূর্ণ ঝুঁকিপূর্ণভাবে বহুতল ভবন ও শেড নির্মাণের প্লান অনুমোদন না করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে গত ৪ মার্চ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশে বলা হয়, যেগুলো দেয়া হয়েছে সেগুলোও বাতিল করতে হবে। প্রধানমন্ত্রী কার্যালয়ের এক নির্দেশের ভিত্তিতে মন্ত্রণালয় এই নির্দেশ দেয়।
নির্দেশের কারণ সম্পর্কে জানা যায়, টঙ্গীর সাতাইশ মৌজার এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করা হয়েছিল। বলা হয়েছিল, জনৈক কামরুজ্জামান কামরুল হযরত শাহজালাল (রঃ) ও খাজা গরিবে নেওয়াজ আবাসিক প্রকল্পের সাইনবোর্ড টানিয়ে এলাকার জলাভূমি ভরাট করছে। পরে মন্ডল গ্রুপের মন্ডল অ্যাপারেলস সহ বিভিন্ন কোম্পানির নামে সেখানে বহুতল ভবন ও শেড নির্মাণ করেছে। এসব নির্মাণে আইন অনুযায়ী যেসব অনুমতি নেয়া ও বিধিবিধান অনুসরণ করতে হয় তা মানা হচ্ছে না বলেও প্রধানমন্ত্রীকে জানানো হয়। বিশেষ করে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে এসব ভবনের নির্মাণ কাজ চলছে বলে এতে দাবি করা হয়। স্থানীয় জনসাধারণের ফলে যে দূর্ভোগে পড়েছেন তারও বিস্তারিত বিবরণ তুলে ধরে বলা হয়, রাজউকের কর্মকর্তারা আইনের বিধিবিধান পূরণ ছাড়াই সরকারি জলাশয় ভরাট করে এসব নির্মাণের পরিকল্পনা অনুমোদন করছে।
সরেজমিন ওই এলাকা ঘুরে দেখা যায়, হযরত শাহজালাল সড়ক নামের ইট বিছানো প্রশস্ত রাস্তা সংলগ্ন এলাকাটি বালু ফেলে ভরাট করা। পাশের একটি জমিতে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। সেখানে ঝুলানো সাইবোর্ডের লেখা রয়েছে ‘মন্ডল অ্যাপারেলস’। নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনটি নির্মানে ১০ তলার অনুমোদ নেয়া আছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিরাপত্তা বেষ্টনির ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানায় নিরাপত্তারক্ষীরা। এই পথে আরও এগিয়ে গেলে দেখা মেলে একটি পাঁচতলা বাড়ির। বাড়িটির তৃতীয় ও চতুর্থ তলায় রয়েছে দুটি তৈরি পোশাকের কারখানা। সেখানে দুই শিফটে কাজ চলে বলে জানান, একজন তৈরি পোশাকের কর্মী। আরও কিছু পথ এগোলে কয়েকটি বড় বড় শেড চোখে পড়ে। এসবই কামরুজ্জামানের কীর্তি বলে স্থানীয় বাসিন্দা মোকারম আলী ও হায়দার মিয়া জানান।
জলাভূমি ভরাট ও অনুমোদন ছাড়াই নির্মাণ প্রসঙ্গে কামরুজ্জামন কামরুলের বক্তব্য জানতে টেলিফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই স্থানে ১৯৮০ সালে গরুর ফর্ম ও মানুষের বাড়িঘর ছিল। এখানে কোনো খাল ছিল না। যারা জলাশয় ভরাট করা হয়েছে বলে মামলা করেছে তারা ভুয়া। এই নামে এই এলাকায় কোনো লোক নেই।
তিনি আরো বলেন, কে কোথা থেকে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন আমরা স্থানীয়রা কেউ তা জানিনা। তিনি বলেন, স্থানীয়দের জিজ্ঞাসা করলেই জানতে পারবেন গার্মেন্টস ফ্যাক্টরী হওয়ায় এখন এলাকার কতটা উন্নয়ন হয়েছে। আগে যেখানে মানুষ কয়েক হাজার টাকা বাড়িভাড়া পেত এখন সেখানে লাখ লাখ টাকা ভাড়া পায়।
রাজউক থেকে ভবন নির্মাণ ও অনুমোদন বাতিল সংক্রান্ত কোনো চিঠিপত্র প্রাপ্তির বিষয়ে কামরুজ্জামান জানান, এসংক্রান্ত কোনো চিঠি রাজউক থেকে তিনি পাননি। তবে লোকজনের কাছে শুনেছেন কয়েকদিন ধরে রাজউকের লোকজন এলাকায় ঘোরাঘুরি করছে। তারা বিভিন্ন স্থানে মাপজোক করছে বলেও তিনি জানতে পেরেছেন।
যদিও সাতাইশ এলাকার রাজনগর এলাকা ঘুরে দেখা যায়, কামরুজ্জামানের দাবির সঙ্গে আশপাশের পরিবেশের কোনো মিল নেই। সেখানে খালের ওপর গড়ে উঠেছে একটি মেডিকেল কলেজ, পাশেই ভেকু মেশিন দিয়ে মাটি কেটে খাল ভরাট করা হচ্ছে, রাস্তার পাশেই ধানের জমিতে পানি জমে আছে। এছাড়া কামরুজ্জামানের নামে সাইনবোড লাগানো খাজা গরিবে নেওয়াজ রোড নামের নির্মিয়মান একটি কাঁচা রাস্তার মুখে বালু ভরাট করা হচ্ছে। অদূরেই দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে বেশকিছু মরা গাছের অস্তিত্ব এখনও রয়ে গেছে। ধানের জমি ভরাট করে তৈরি হচ্ছে বহুতল ভবন। আশপাশের বিস্তৃতীর্ণ এলাকা বালু ফেলে ভরাট করে রাখা হয়েছে।
স্থানীয় একজন চা দোকানি আক্ষেপ করে বলেন, কামরুজ্জামান গংরা এই এলাকা গিলে খাচ্ছে। তারা রাস্তার উত্তরপাশের পুরাটাই দখল করেছে। কয়েকজন জমির মালিক তাদের জমি না দেয়ায় বালু ফেলে পানি নামার পথ বন্ধ করে দিয়েছে। পানি নামার পথ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এদিকে আদালতে দায়ের হওয়া মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সাদেকুর রহমান জানান, জলাশয় ও সরকারি খাস জমি ভরাট করে গড়ে উঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা চলমান রয়েছে। গাজীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারকের আদালতে গত ২৪ মার্চ এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। আদালত অধিকতর শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেছেন। তবে তারিখ এখন নির্ধারণ করা হয়নি।
এর আগে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জলাশয় ভরাটকারী ও অবৈধ দখলদার হিসেবে দু’জনকে চিহ্নিত করে মামলা দায়ের করা হয়েছে। ২০১৭ সালের মার্চ মাসে দায়ের করা এই মামলায় পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলার টঙ্গী থানাধীন সাতাইশ (রাজনগর), দারাইল ও গুশুলিয়া মৌজার অবৈধভাবে দেড়শত একর খাস জমি ও জলাশয় ড্রেজার দিয়ে মাটি ভরাট করার অভিযোগ করা হয়।