Daily Gazipur Online

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে লিটন মিয়া (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। লিটন মিয়া (৪৩) রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন।
স্থানীয়রা জানান, রোববার রাত ১০টার দিকে গাড়ি চালিয়ে টঙ্গীর বনমালা এলাকায় পৌঁছান লিটন। এ সময় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান অতিক্রম করার একটু আগে রেলক্রসিং এর কাছে নিজের গাড়ি থেকে নেমে রেললাইনে হাঁটতে থাকেন লিটন। এ সময় পেছন থেকে আসা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পর স্থানীয়রা পুলিশের খবর পাঠালে তাঁরা এসে লাশ উদ্ধার করে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ছোটন শর্মা বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।