Daily Gazipur Online

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর নতুনবাজার গাজীবাড়ী এলাকায় ট্রেনে কাটাপড়ে আজ সোমবার দুপুর ১২টায় আশরাফুল (২২) নামে এক যুবক নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী জানান,নিহত গার্মেন্টস কর্মী আশরাফুল ছোট বাচ্চা নিয়ে ট্রেন দেখাতে রেললাইনে আসলে দুই দিক থেকেই ট্রেন আসছিল, তার পেছন দিক থেকে যে ট্রেন আসছিল সে বুজতে পারেনি ফলে পেছন দিক থেকে আসা ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয় এবং তার ছোট বাচ্চাটি সামান্য আহত হয়। এলাকাবাসী জানায়, আশরাফুল গাজীবাড়ী এলাকায় জজ মিয়ার বাড়ীতে ভাড়া থাকত। এসআই ছোটন শর্মা বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।