Daily Gazipur Online

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার

জাহাঙ্গীর আকন্দ : টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন ডাকাতকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
গত ২৪ এপ্রিল রাত ১১.১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী স্টেশন রোড ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে এসআই মেহেদী হাসান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলোঃ ১। নানু মিয়া (৪৫), পিতা- মৃত আকবর মােল্লা, মাতা- নিলি, স্থায়ী গ্রাম-
পাড়পাটোয়ারা মডেলিং বাজার সংলগ্ন, উপজেলা/থানা- শ্রীপুর, জেলা-মাগুরা, বাংলাদেশ, ২। জয় (১৯), পিতা- সােহেল, মাতা-
কহিনুর, স্থায়ী গ্রাম- হাজী মাজার বস্তি, উপজেলা/থানা- টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুর, ৩। বাবু বাবুর্চি (৪৮), পিতা-
মৃত মােসলেম, মাতা- মৃত জমিলা খাতুন, স্থায়ী গ্রাম- হাজী মাজার বস্তি, (ভাসমান), উপজেলা/থানা- টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর, গাজীপুর, ৪। আব্দুল মামুন (৫১), পিতা- মৃত ইদ্রিস আলী, মাতা- মৃত সুফিয়া বেগম, স্থায়ী. গ্রাম-বড়সাপমারা , চন্দপুর
বাজার সংলগ্ন , উপজেলা/থানা- মেঘনা, জেলা- কুমিল্লা, বাংলাদেশ বর্তমান গ্রাম- ১০নং রােড, বাসা নং-২২, ব্লক নং-সি,
উপজেলা/থানা-পল্লবী, ঢাকা মহানগর, ঢাকা, বাংলাদেশ, ৫। শরীফ হােসেন (২২), পিতা- বাবুল মিয়া, মাতা- হালিমা বেগম ,
স্থায়ী গ্রাম- হাজী মাজার বস্তি, উপজেলা/থানা- টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর , গাজীপুর।
এসআই মেহেদী হাসান জানান, টঙ্গী পশ্চিম থানার জিডি নং-১০৯৭, তাং-২৪/০৪/২০১২ ইং মূলে অত্র থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন ২৪ এপ্রিল রাত ১১টা ১০ মিনিটের সময় টঙ্গী পশ্চিম থানাধীন স্টেশন রােডে অবস্থানকালে গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, অত্র থানাধীন সড়ক ও জনপথ বিভাগের সামনে পাকা রাস্তার পাশে কতিপয় দুষ্কৃতিকারী ধারালাে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে মােবাইল ফোনের মাধ্যমে অফিসার ইনচার্জ শাহআলম স্যারকে বিষয়টি অবহিত করি। তারপর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হই। রাত ১১টা ৩০ মিনিটের সময় উক্ত ঘটনাস্থলে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা দৌড়ে পালানাের সময় সঙ্গীয় ফোর্সদের সহযােগিতায় উল্লেখিত আসামীদেরকে আটক করি। ঘটনাস্থলে অবস্থানকারী অন্যান্য ৬/৭ জন আসামীরা পালিয়ে যায়।
উক্ত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা টঙ্গী পশ্চিম, টঙ্গী পূর্ব থানাসহ পাশ্ববর্তী থানা এলাকায় দীর্ঘদিন যাবৎ ছিনতাই ও ডাকাতি করে আসছে। আসামীরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানা পুলিশ।