Daily Gazipur Online

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩জন গ্রেফতার

জাহাঙ্গীর আকন্দ:টঙ্গী বাজার হোন্ডা রোড এলাকায় বুধবার ভোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে—টঙ্গীর হাজির মাজার বস্তি এলাকার মিলন (২০), সঞ্জিত দাস (২৪) ও লেদু মোল্লা রোডের রশিদ (৩২)। এসময় তাদের কাছ থেকে ধারালো ছোরা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে হোন্ডা রোডে গণস্বাস্থ্য হাসপাতালের সামনে একদল যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একদল ভোররাত তিনটার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের অন্য সদস্যরা কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে।