Daily Gazipur Online

টঙ্গীতে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক র‌্যালি

ডেইলি গাজীপুর প্রতিবেদক: “শেখ হাসিনার নির্দেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন পরিবেশ, আসুন গড়ি ডেঙ্গু মুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে নিয়ে সোমবার সকাল ১০টায় গাজীপুর মহানগর আওয়ামীলীগের উদ্যোগে ডেঙ্গুজ্বর প্রতিরোধ এডিশ মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আলোচনা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র এড. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে টঙ্গী বিশ্ববিদ্যালয় কলেজ গেইট থেকে র‌্যালিটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। র‌্যালি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরি সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড. আজমত উল্লা খান। সভা পরিচালনা করেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এড. মো: জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন গাজীপুর সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি মো: উসমান আলী, কাউন্সিলর আসাদুর রহমান কিরন, কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, কাউন্সিলর নূরুল ইসলাম নূরু প্রমুখ।