Daily Gazipur Online

টঙ্গীতে তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ,ভিডিও ধারণ করে চাঁদা দাবি

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে এক তরুণীকে (১৯) সঙ্ঘবদ্ধ ধর্ষণ করে উল্লাসপূর্বক ঘটনার ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, টঙ্গী পূর্ব থানার মরকুন মাস্টারপাড়া এলাকার মো. মাসুম (৩৬) ও নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা গ্রামের সজীব মিয়া (২৫)।
টঙ্গী পূর্ব থানার উপরিদর্শক উৎপল কুমার জানান, তরুণী অভিযুক্তদের নাম-পরিচয় জানতেন না। অজ্ঞাতপরিচয় ৩ জনকে আসামি করে মামলার পর আমরা অভিযুক্ত মাসুমকে গ্রেপ্তার করি। জিজ্ঞাসাবাদে মাসুম সংঘবদ্ধধ ধর্ষণের পর ভিডিও ধারণ ও চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ওই তরুণী একটি বেকারিতে কাজ করেন। গত ২৭ ফেব্রেুয়ারি ভোরে তিনি এক পুরুষ সহকর্মীর সঙ্গে কারখানায় কাজে যাচ্ছিলেন। পথে তিন যুবক তাদের গতি রোধ করেন।পরে পুরুষ সহকর্মীকে হত্যার ভয় দেখিয়ে ওই তরুণীকে পাশের একটি বাড়িতে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। সেইসঙ্গে অভিযুক্তরা তাদের মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করেন। পরে ভুক্তভোগীকে ভিডিও দেখিয়ে ১০ হাজার টাকা দাবি করে ছেড়ে দেন তারা।
এ ঘটনায় পরদিন ২৮ ফেব্রেুয়ারি রাতে টঙ্গী পূর্ব থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী। এ ছাড়া ঘটনার পর পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত থাকায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।