টঙ্গীতে দরিদ্র পরিবারকে মামলা দিয়ে হয়রানী

0
279
728×90 Banner

বাড়িভিটা জোড় পূর্বক দখলের অভিযোগ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর পশ্চিম থানা এলাকার আন্দারোল গ্রামে এক দরিদ্র পরিবারকে একের পর এক মামলা দিয়ে পুলিশী হয়রানী আর তাদের বাড়িভিটা জোড় পূর্বক দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় উভয় পক্ষের উত্তেজনা ও একাধিক মামলা হয়েছে। এনিয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটার পূর্বেই বিষয়টির সূষ্ট সমাধানের দাবী জানিয়েছে এলাকাবাসী।
অভিযোগকারী নূর হোসেন ও তার মা মিনারা বেগম জানায়, আন্দারোল মৌজার ১৬৩ যাহার আর.এস ৮২ নং দাগে ৭ শতক মিনারা বেগমকে , সাবেক ১৬১ যাহার আর.এস ৮৭ দাগে ৬ শতক, সাবেক ১৩৭ যাহার আর.এস ৮৮ দাগে ৬ শতক নূর হোসেন ও মিনহাজকে একুনে ১৯ শতক জমি লিখে দেন ইসমাইল হোসেন। সে মোতাবেক ১৯ শতকের মালিক আমরা। অপরদিকে ১৬৩ দাগে ইসমাইল হোসেন ও তার ভাই দুলাল ১৬৩ দাগে ১৩ শতক জমি জ্যোৎ¯œা বেগমের স্বামী, ভাসুর ও দেবরে কাছে বিক্রি করলে কোন প্রকার দলিলপত্র ছাড়া সাধারণ একটি স্ট্যাম্পে লেখাপাড়ার মাধ্যমে তারা ওই জমিতে গত ১৭/১৮ বছর বাড়িঘর করে বসবাস করে আসছে। পরবর্তীতে ঈসমাঈল হোসেনের কাছ থেকে ১৩৭ দাগে ৪ শতক এবং ১৬১ দাগে দুলাল হোসেনের মাত্র ৩.৮০ জমি থাকা অবস্থায় তার কাছ থেকে কৌশলে ৯ শতক জমি দলিল করে নেয়। জ্যোৎ¯œা বেগম ও আত্বীয় স্বজনরা তাদের ক্রয়কৃত দাগের জমিতে না গিয়ে আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া ১৯ শতক জমি জ্যোৎ¯œা বেগম ও তার লোকজন দখলের পায়তারা শুরু করে আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করে পুলিশী হয়রানী করছে। দীর্ঘদিন যাবৎ এনিয়ে উভয় পক্ষে মামলা মোকদ্দমা চলাকালীন স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহায়তায় জ্যোৎ¯œা বেগম ও তার লোকজন আমাদের ১৬১ ও ১৬৩ দাগের ১৩ শতক জমিসহ মোট ১৯ শতক জমিতে নির্মিত পুরোনো বাড়ির ঘর দরজা ভেঙ্গে দিয়ে জমিটি জবর দখল করে তাদের বাড়িঘর নির্মাণ কাজ করছে। এছাড়াও জ্যোৎ¯œা বেগম ও তার লোকজন প্রতিনিয়ত আমাদের পরিবারের সদস্যদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাননাশের হুমকি দিয়ে আসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক লোকজন জানান, জ্যোৎ¯œা বেগম ও তার লোকজন স্থানীয় প্রভাব খাটিয়ে নুর হোসেন ও তার দরিদ্র পরিবারের পৈত্রিক বাড়ি জমি দখল করেছে। এনিয়ে মামলা মোকদ্দমা চলছে। তাদের পরিবারে কোন অভিভাবক না থাকায় তাদের উপর অবিচার করা হচ্ছে। জমি জবর দখলকারী জ্যোৎ¯œা বেগমের পক্ষ নিয়ে এলাকার একটি শক্তিশালী মহল কাজ করছে বলেও ফলে বিষয়টি নিয়ে এলাকায় বড় ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে বলে এলাকাবাসী আশংকা প্রকাশ করেছেন।
এব্যাপারে জমি জবর দখলকারী জ্যোৎ¯œা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিটির বিক্রেতা নূর হোসেনের বাবা ঈমাইল হোসেন ও দুলাল মিয়া আমাদের ক্রয়কৃত ও রেজিস্ট্রিকৃত জমিটি আমাদের বুঝিয়ে না দিয়ে তাদের বোনদের জমি আমাদের বুঝিয়ে দেয়। ওই জমিতে আমরা মাটি ফেলে বাড়ি নির্মাণ করি। পরবর্তীতে ঈসমাইল হোসেনের বোনরা ওই জমির ওয়ারিশ দাবী করলে আমরা ওই জমি ছেড়ে দেই। বর্তমানে যে জমিতে বাড়ি করছি এই জমিটি আমার ক্রয়কৃত জমি হিসেবে স্থানীয় মাতব্বরগন এবং প্রশাসনের লোকজন আমাকে বুঝিয়ে দেয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here