ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গী পশ্চিম থানা এলাকায় বসবাসকারী পোশাক শ্রমিক ছদ্দ নাম ময়নাকে সহকর্মী আমিনুল মিয়া প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ এক বছর যাবত বিভিন্ন সময় একাধিক গন্তর্ব স্থানে নিয়ে দৈহিক মিলন করে এমনকি দৈহিক মিলনের সময় ভিডিও ধারণ করে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার করে। যাহার ভিডিও বেশ কয়েকদিন যাবত এলাকায় জানাজানি হলে আমিনুল মিয়াকে এলাকার লোকজন বিষয়টি নিয়ে মিমাংশা করার জন্য চেষ্টা করে। এই ঘটনায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার নারী ও শিশু দমন আইন ২০০০ সংশোধিত ২০০৩ এর ৯ (১) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ সনের ৮ (২)/৮(৩)/৮(৭) এর এজাহার নামীয় একমাত্র আসামী মো: আমিনুল মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
ধর্ষিতার ভাই মজিদ সাংবাদিকদের জানান, এলাকায় প্রভাবশালী লোকজন আমাদের পরিবারকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি প্রদান করছে। এ ঘটনায় ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রিপন জানান, ধর্ষণের ভিডিও আমরা অবগত হইয়া ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। এ ঘটনায় সুষ্ঠু ও ন্যায় বিচার দাবী করছি। বিষয়টিকে নিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময় ধামাচাপা দিতে স্থানীয় বেশ কিছু প্রভাবশালী লোকজন ঘটনাটিকে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করছে।
এলাকাবাসী আরো জানান, এ ঘটনাকে ধামাচাপা দিতে স্থানীয় যুবলীগ নেতা হারুন অর রশিদ, বিপ্লব মিয়া, ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সানি, রিপন হোসেন, নূর নবী, জুয়েল আহমেদ, আমিনুল মিয়ার কাছে ১ লক্ষ ৮০ হাজার টাকা দাবী করে। কিন্তু টাকাটা কে পাবে তা নিশ্চিত করেনি।
এ ঘটনায় ধর্ষক আমিনুল মিয়ার সাথে কথা বলে জানা যায়, বিগত কিছুদিন পূর্বে গাছা থানার তারগাছ এলাকায় একটি বাসায় নিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। এলাকায় একটি মহল আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবী করছে।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: শাহ্ আলম বলেন, এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামল নং-১২, তারিখ: ৯/০৭/২০২১ইং। বৃহস্পতিবার গভীর রাতে নামা বাজার বস্তি ও লাল মসজিদ বস্তি এলাকায় অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
আমিনুল মিয়ার গ্রামের বাড়ি জামালপুর জেলার আড়ংহাটি গ্রামের নুনু মিয়ার ছেলে। সে টঙ্গীর লাল মসজিদ বস্তি এলাকায় স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করে।