টঙ্গীতে প্রখ্যাত শ্রমিকনেতা মুজাফ্ফর আলীর স্মরণসভা

0
207
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর প্রখ্যাত শ্রমিকদল নেতা মুজাফ্ফর আলীর স্মরণসভা ও দোয়া মাহফিল গতকাল রোববার টঙ্গীর বড় দেওড়া এলাকায় বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো: মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মো: হাসান উদ্দিন সরকার, সাবেক টঙ্গী পৌরসভার কমিশনার আলহাজ¦ মো: আবুল হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: জাহাঙ্গীর আলম, গাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক ও সালামত উল্যাহ মাস্টার মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মো: মোস্তফা কামাল হুমায়ুন হিমু, আওয়ামীলীগ নেতা কামাল হোসেন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ সভাপতি রাজিব হায়দার সাদিক প্রমুখ।
উল্লেখ্য, প্রখ্যাত শ্রমিকদল নেতা মুজাফ্ফর হোসেন গত ৬ এপ্রিল ২০১৯ দিবাগত রাতে হার্ট ষ্টোক করে ইন্তেকাল করেন। পরদিন সকাল ১১টায় চন্ডিতলা জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৫ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here