Daily Gazipur Online

টঙ্গীতে প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও মাক্স বিতরণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে ৪শ’ প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও মাক্স বিতরণ অনুষ্ঠান সোমবার মেঘনা টেক্সটাইল মিলস্ মাঠে মেঘনা টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল। অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন মেঘনা টেক্সটাইল মিলের পরিচালক আলহাজ¦ মিজানুর রহমান, নূরুল ইসলাম, সালাহ উদ্দিন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, মহানগর আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, মহানগর যুবলীগ নেতা আরিফুর রহমান পলাশ, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা আক্তার হোসেন সরকার, আতাউর হোসেন খান, শারীরিক প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি বশির আল হোসাইন, বাংলাদেশ প্রতিবন্ধী হুইল চেয়ার ক্রিকেট টুর্ণামেন্টের অধিনায়ক মো: মহসিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শহীদুল ইসলাম, মাসুুদ খান, কাজী পলাশ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও মাক্স বিতরণ করা হয়েছে।