টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

0
124
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী ভাদাম এলাকায় এ্যাননটেক্স নামক একটি কারখানায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ করেছে শ্রমিকরা। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়া কামারপাড়া বেড়িবাঁধ সড়কটি অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও কামারপাড়া-আশুলিয়া সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশের কাছ থেকে সমাধানের আশ্বাস পেয়ে সড়ক ছেড়ে দিয়ে কারখানার ভিতরে অবস্থান নেন শ্রমিকরা।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কয়েক দফা বেতন ভাতা পরিশোধের প্রতিশ্রæতি দিয়েও কারখানা কর্তৃপক্ষ বেতন-ভাতা পরিশোধ করেনি। এমন অবস্থায় বাসা ভাড়া, দোকানের বকেয়া ও সন্তানদের পড়াশোনার খরচ বহন করাটা কঠিন হয়ে পড়েছে। তাই অনেকটা বাধ্য হয়ে আন্দোলনের পথ বেছে নিয়েছি। মালিক পক্ষ বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানার সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এমতাবস্থায় বেতন ভাতা পাবো কিনা তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি।
এব্যাপারে কারখানার প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইব্রাহিম জানান, শ্রমিকদের ডিসেম্বর মাসের বকেয়া বেতন বিকেলে পরিশোধ করা হয়েছে। আর জানুয়ারি মাসের বকেয়া বেতন কিছু দিন পর পরিশোধ করা হবে।
এবিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম বলেন, বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য মালিক পক্ষের সাথে কথা বলে এক মাসের বকেয়া বেতন শ্রমিকদের বুঝিয়ে দেয়া হয়েছে। চলতি মাসের বেতন আগামি কয়েকদিনের মধ্যে পরিশোধ করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here