Daily Gazipur Online

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

জাহাঙ্গীর আকন্দ : দুই মাসের বকেয়া বেতনের দাবিতে টঙ্গীর চেরাগ আলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও আন্দোলনরত শ্রকিদের থেকে জানা যায়, টঙ্গীর ভাদাম এলাকায় অবস্থিত ক্রসলাইন নীট ফেব্রিকস লিমিটেড নামক পোষাক কারখানার কয়েকশত শ্রমিক দুই মাসের বেতন বকেয়া পড়ে। মালিক কর্তৃপক্ষ কয়েকবার তারিখ দিয়ে বেতন পরিশোধ না করায় আজ সকালে শ্রমিকরা স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বাসার সামনে বিক্ষোভ করে। সেখান থেকে কোন সমাধান না পেয়ে তারা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় মহাসড়ক অবরোধ করে। এসময় পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। বেলা ১২টায় এই রিপোর্ট লেখার সময় শ্রমিকেরা মহাসড়কের পাশে পুলিশ বেষ্টনীতে ছিল।
এবিষয়ে কারখানার মালিক সিরাজুল ইসলাম খাজাকে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি।
গাজীপুর শিল্প পুলি -২ সহকারী পুলিশ সুপার ( এএসপি) মোশাররফ হোসেন বলেন, মহাসড়ক অবরোধ করেছিল, এখন সরানো হয়েছে।