Daily Gazipur Online

টঙ্গীতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে মাক্স ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মহামারী করোনায় সারাবিশ্ব কঠিন সময় অতিবাহিত করছে। বাংলাদেশ সরকার শুরুতে বিভিন্ন কার্যকরি পদক্ষেপ গ্রহন করাতে মৃতু ঝুকি মোকাবেলায় অন্যনা দেশের তুলনায় অনেকটা কম। করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে সরকার ঘোষিত লকডাউনসহ নানা মুখি স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন কর্মসূচি ঘোষনা করেছে। সরকারি সিদ্বান্ত কার্যকরে বিভিন্ন দপ্তর দায়িত্ব পালন করছে। স্বাস্থ্য সচেতনাতায় সরকার দলীয় বিভিন্ন সংগঠন স্বেচ্ছায় খাদ্য থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে আসছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কেন্দ্রীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দিকনির্দেশনায় টঙ্গী পশ্চিম থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি জালাল মিয়ার ব্যক্তিগত উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর সাতাইশ গুটিয়া এলাকায় সাধারণ মানুষের মাঝে হ্যান্ডস্যানেটিজার মাক্স বিতরণ করা হয়েছে।
মাক্স বিতরণ কার্যক্রম ও স্বাস্থ্য সুরক্ষা আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম সিকদার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাজীপুর মহানগরের সভাপতি মোঃ রমজান আলী মোল্লা , সাধারণ সম্পাদক রনজুল ইসলাম, বি-বাড়িয়া জেলার মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মমিনুল হক, গাজীপুর মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি আবুল কাশেম খান স্বপন, টঙ্গী পশ্চিম থানার সাধারণ সম্পাদক রাজন আহম্মেদ, টঙ্গী পূর্ব থানা সভাপতি রজব আলী মাস্টার, সাধারণ সম্পাদক সফি উদ্দিন সফি,কৃষক লীগ নেতা শাহাআলম মিয়া, তুহিন সিকদার প্রমুখ।