জাহাঙ্গীর আকন্দ : গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নম্বর ওয়ার্ডে হঠাৎ করেই ডেঙ্গু মশার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে বিএনপির নেতার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ছিটানো হচ্ছে মশার ওষুধ।
মঙ্গলবার সকালে ৪৯নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ও বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামুর নেতৃত্বে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসময় ৪৯নম্বর ওয়ার্ডের বিভিন্ন ব্লকের অলিতে গলিতে মশার ওষুধ ছিটানো হয়।
কামরুল ইসলাম কামু বলেন, ৪৯নম্বর ওয়ার্ডের বসবাসকারী সকলকে নিজ নিজ অবস্থান থেকে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে। নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা এবং কোথাও যেন কোন প্রকার পানি জমে না থাকে, সে বিষয়ে সকলকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য মজিবর মাস্টার ও সোহেল চৌধুরী, ৪৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ন সম্পাদক বাবুল চৌধুরী, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, বিএনপির নেতা জিয়া উদ্দিন, মামুন মিয়া প্রমুখ।