Daily Gazipur Online

টঙ্গীতে বিজয় দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে গাজীপুর মহানগর যুবলীগ ৫৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদ প্রার্থী মোঃ ইসমাইল হোসেনের ব্যাক্তিগত উদ্যোগে আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি নেওয়ার লক্ষ্য শিক্ষাসামগ্রী সহ রং পেন্সিল, আর্ট করার বই, বোর্ড, খাতা, কলম বিতরন করা হয়েছে। আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া খানম চৌধুরীর সভাপতিত্তে¡ শিক্ষাসামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদ প্রার্থী মোঃ ইসমাইল হোসেন। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রৌশন আরা খানম, কিসমত আরা, আন নাছরিনা বেগম, মোসাঃ শশী আক্তার, জান্নাতুল ফেরদৌস, ফরিদা ইয়াসমিন, সামিনা ইসলাম, রুমানা আফরোজ, ফাতেমা আক্তার, রুমকী আক্তার প্রমুখ। এসময় যুবলীগ নেতা ইসমাইল হোসেন বলেন, মহান স্বাধীনতা দিবসে ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্গন প্রতিযোগীতায় অংশগ্রহনে উৎসাহিত করতে চেষ্টা করেছি মাত্র। ভবিষ্যতে যেকোনো সামাজিক সেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যহত থাকবে। বিজয়ের মাসে যারা দেশের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছেন সকল শহীদদের প্রতি জানাই বিন¤্র শ্রদ্ধা।