Daily Gazipur Online

টঙ্গীতে ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের মুজিব বর্ষ পালন

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বুধবার টঙ্গীর স্ট্যান্ডার্ড ব্যাংকসহ এখানকার সবগুলো ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগন মুজিব বর্ষ পালনে একযোগে সড়ক ফুটপাত ও ঘরোয়া র‍্যালীতে অংশ গ্রহন করেন। সকাল ১০ থেকে ১০ টা ১০ মিনিট পর্যন্ত চলা মুজিব বর্ষের এ কর্মসূচি টঙ্গী সহ সারাদেশের সব ব্যাংক গুলোতে একযোগে পালন করা হয়। মুজিব বর্ষের শততম বার্ষিকী পালনে তাঁরা মুজিব বর্ষের শ্লোগান ও ব্যাংকের শাখা গুলোতে কেক কাটাকাটিতে অংশগ্রহণ করেন। টঙ্গী স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্হাপক সাইফুল ইসলাম মানিক জানান, ১৭ মার্চ সরকারী ছুটিতে সারাদেশের ব্যাংক গুলো বন্ধ থাকায় আজ তা সারাদেশের ব্যাংক গুলোতে একযোগে পালন করা হয়।