ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে একটি দশতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে মো. আউয়াল (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তিনি টঙ্গীর মাছিমপুর এলাকায় শাজাহান মহল নামের দশতলা ওই ভবন থেকে পড়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।মৃত আউয়ালের বাবার নাম মৃত ওয়ালী উল্লাহ। আউয়ালের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার আলীপুর গ্রামে। তিনি ওই ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আউয়াল ওই ভবনে প্রায় পাঁচ বছর ধরে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে ভবনের ছাদে ওঠেন আউয়াল। নিয়মিত ভবনটির ছাদে বিভিন্ন গাছের পরিচর্যা করতেন তিনি। গতকাল অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যান। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
টঙ্গীতে ভবনের ছাদ থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
