Daily Gazipur Online

টঙ্গীতে মহিলা শ্রমিকলীগের জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে মহিলা শ্রমিকলীগের টঙ্গী শাখার আয়োজনে নতুন বাজার আওয়ামীলীগের পার্টি অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সংরক্ষিত ৪৬,৪৭ ও ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর ও মহিলা শ্রমিকলীগের টঙ্গী শাখার সভাপতি হামিদা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোছা: হেপি বেগমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা এমপি শামসুন্নাহার ভূঁইয়া, টঙ্গী থানা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক রজব আলী, কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, মহিলা শ্রমিকলীগের টঙ্গী শাখার সিনিয়র সহ সভাপতি রাবেয়া আক্তার তুফানি, রেহেনা ইয়াসমিন, সাজেদা বেগম, রোখসানা খান, রুবি আক্তার, কামরুন্নাহার প্রমুখ।