
ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির অন্যতম সদস্য মোঃ মোস্তফা কামাল হুমায়ুন হিমুর আয়োজনে গাজীপুর মহানগরের ৫৩নং ওয়ার্ডের জামান মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গণে ১০ নভেম্বর, রবিবার বিকেলে শহীদ আহসান উল্লাহ মাস্টারের জন্মবার্ষিকী স্মরণে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী থানা অাওয়ামী লীগ নেতা আকতার হোসেন দুদুর সভাপতিত্বে ও টঙ্গী পশ্চিম থানা কৃষকলীগের সহসভাপতি আব্দুস সালাম মাতবরের পরিচালনায় প্রধান অালোচক ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জননেতা মোস্তফা কামাল হুমায়ুন হিমু। আলোচনায় অংশ নেন শিক্ষানুরাগী আলহাজ হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা হাজী হোসেন উদ্দিন, হাজী মোজাম্মেল হক, জালাল উদ্দিন, সালাহউদ্দিন খোকন, জাহাঙ্গীর হোসেন মাতবর, আঃ রব, ডাঃ নয়ন পাটোয়ারি, শ্রমিক নেতা মোজাম্মেল হক, আঃ হাই সরদার, সমাজকর্মী আবুল হোসেন পাটোয়ারী, আজিজুল্লা পাটোয়ারী, তোফাজ্জল হোসেন, বাচ্চু মিয়া, গোলাম হাফিজ, ইকবাল হোসেন, আনোয়ার হোসেন, কাউসার মিয়া প্রমুখ। আলোচনা শেষে হাফেজ মাকসুদ হোসেন দোয়া পরিচালনা করেন।
