Daily Gazipur Online

টঙ্গীতে সাড়ে তিন কোটি টাকার জমি জবরদখল

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে স্থানীয় এমপি পরিবারের নাম ভাঙ্গিয়ে যুবদল নেতার প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের জমি ও গোডাউন জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। গোডাউন ভেঙ্গে মূল্যবান মালামাল লুটে নেয়ার পর ওই জমিতে কথিত বায়নাসূত্রে মালিকানার সাইনবোর্ড টানিয়ে দিয়েছে জবরদখলকারীরা। এসময় প্রভাবশালীদের ভয়ে পুলিশ নির্বিকার ছিলো বলে জমির মালিকের অভিযোগ।
জমির মালিক ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর পাঠান জানান, তারা পৈত্রিক সূত্রে স্থানীয় পাগাড় মৌজায় সম্পূর্ণ নিষ্কণ্টক ২২ শতক জমি দীর্ঘ দিন যাবত ভোগ দখল করছেন। হোসেন ডায়িং কারখানার পাশে অবস্থিত ওই জমির মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। সেখানে গোডাউন করে দীর্ঘ দিন যাবত তারা অন্যত্র ভাড়া দিয়ে আসছেন। গত বৃহস্পতিবার দুপুরে এমপি পরিবারের আত্মীয় পরিচয়ে জনৈক মনির হোসেন বাবু ৫০-৬০ জন ভাড়াটে সন্ত্রাসী দিয়ে গোডাউন ভেঙ্গে মূল্যবান মালামাল লুটে নেয় এবং জমিতে বায়নাসূত্রে মালিকানার সাইনবোর্ড টানিয়ে দেয়। তিনি তাৎক্ষনিক পুলিশের জাতীয় জরুরী সেবা নম্বরে (৯৯৯) ফোন করে সহযোগিতা চাইলে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও জবরদখলকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বরং পুলিশের সামনেই সন্ত্রাসীরা গোডাউনের মূল্যবান মালামাল লুটে নেয়। এমনকি তিনি থানায় গিয়ে গোডাউন ভাংচুর, লুটপাট ও জবরদখলের অভিযোগ করলে পুলিশ প্রভাবশালীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অপরাগতা প্রকাশ করে।
স্থানীয়রা জানান, আলোচিত জমি জবরদখল করে বায়নাসূত্রে মালিকানার সাইনবোর্ড স্থাপনকারী মনির হোসেন বাবু স্থানীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমনস্ত্রীর ফুফু নাজমা বেগমের ভাসুরের ছেলে। তার বিরুদ্ধে জমি দখলের আরো বহু অভিযোগ রয়েছে।
মনির হোসেন বাবুর সাথে যোগাযোগ করা হেলে তিনি বলেন, আমি জমিটি বায়নসাসূত্রে সেলিম পাঠানের কাছ থেকে ক্রয় করেছি। ক্রয়ের আগে জমিটি অন্যের দখলে আছে জানতেন কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমার চাচি নাজমা আক্তারও বিষয়টি অবগত আছেন, তিনি নিজে একাধিকবার বিচার সালিশও করেছেন।
এদিকে এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পাওনা টাকা উদ্ধার ও জমি সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ আমরা গ্রহন করি না। এসব বিষয় আমরা শুনিও না, তাকাইও না।