গাজীপুর প্রতিনিধি: দেশের আলোচিত শিক্ষক দম্পত্তি মামুন-জলি নিহতের পর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গাজীপুরস্থ টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে মো. আবু জাহিদকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এই উপলক্ষে রোববার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি মতিউর রহমান মতি ( বি কম ) এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু জাহিদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.নুরুজ্জামান, শাহিদা সরকার, মো. আব্দুস সাত্তার, মো.আমান উল্লা, বিদ্যালয়ের অর্থ ও পরামর্শক কমিটির সদস্য এস এম মুরাদ,আতাউল গনি,নাজমুল হক,নিলুফা ইয়াসমিন মনিরা,সাবিনা মল্লিক।সিনিয়র শিক্ষক জনাব নূরুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ নুর নবী, রফিকুল ইসলাম, আতিকুর রহমান প্রমুখ। ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে গভর্নিং বডির সদস্য ও শিক্ষকরা বলেন, টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জিয়াউর রহমান ও তার স্ত্রী আমজাদ আলী সরকার বালিকা বিদ্যালয়ের শিক্ষক মাহমুদা আক্তার জলির মৃত্যুর পর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান একেবারেই নাজুক অবস্থা হয়ে গেছে। আমরা আশা করি নতুন প্রধান শিক্ষক মোঃ আবু জাহিদ স্যার তাঁর অভিজ্ঞতার আলোকে বিদ্যালয়টিকে গাজীপুরের মধ্যে মডেল বিদ্যালয় হিসেবে উপস্থাপন করবে। উল্লেখ্য ইতপূর্বে মোঃ আবু জাহিদ প্রধান শিক্ষক হিসেবে টঙ্গীর টিএন্ডটি ( বিটিসিএল) আর্দশ উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব সুনামের সাথে পালন করেছেন।
উল্লেখ্য এর আগে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব মতিউর রহমান (বি কম) ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নূরুজ্জামান এবং বিদ্যালয়ের কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা মন্ডলীর উপস্থিতিতে মোঃ আবু জাহিদকে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান ও দায়িত্ব গ্রহণ অনুমোদন করেন।