Daily Gazipur Online

টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দির মৃত্যু

জাহাঙ্গীর আকন্দ : টঙ্গীতে অবস্থিত কিশোর উন্নয়ন কেন্দ্রে নয়ন মিয়া (২২) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। তার পিতার নাম শ্রী কৃষ্ণ। বাড়ি নারায়ণগঞ্জ জেলা সদরে। আজ মঙ্গলবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কিশোর উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা যায়, ডিএমপির যাত্রাবাড়ী থানার ডাকাতির প্রস্তুতি মামলা নং-৩৯০ এর আসামি হিসেবে দুই বছর যাবৎ টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দি ছিল নয়ন। গতকাল রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা জামান মিয়া জানান, গতরাত ১০টার দিকে ডায়রিয়ায় আক্রান্ত হয় নয়ন। পরে তাকে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ও সবশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম জানান, বিষয়টি আমাকে এখনো জানানো হয়নি।