টেকনাফ থেকে তেঁতুলিয়া পায়ে হেঁটে মাদক বিরোধী লং মার্চ

0
94
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : আজ মঙ্গলবার মানবাধিকার সংগঠন সারডা সোসাইটি’র ২ দশক বর্ষপূর্তি উপলক্ষে, চলমান মাদক বিরোধী ক্যাম্পেইনে ফান্ড সংকট উত্তোরণে, ১৬ ফেব্রুয়ারি টেকনাফ থেকে পায়ে হেঁটে লং মার্চ তেঁতুলিয়া’র বাংলাবান্ধা জিরো পয়েন্টে সমাপনী ঘোষণা করেন সারডা সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সিগারেটের প্যাকেটে ছবির রুপকার, জনস্বার্থে রিট’কারী, নরসিংদীর মানবাধিকারকর্মী মুঃ আ র মুরাদ ভূঁইয়া।
মানবাধিকারকর্মী মুরাদ ভূঁইয়া বলেন, অল্প কয়েক বছরের জন্য আমরা পৃথিবীতে এসেছি, কত কাজ করতে হবে! বাংলাদেশ আমাকে কি দিলো সেটা না ভেবে, জন্মভূমির ঋণ শোধ করতে, জনস্বার্থে এমন কিছু ভালো কাজ করে যেতে হবে; যাতে মৃত্যুর পর বিশ্ববাসী আজীবন স্মরণ রাখে!
যে কারণে পুনরায় লং মার্চ:
চলমান মাদক বিরোধী ক্যাম্পেইনে ফান্ড সংকট উত্তোরণে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, প্রশাসন সহ দেশবরেণ্য ৪০ জন বিশিষ্ট ব্যক্তিবর্গের সৌজন্য সাক্ষাৎ প্রার্থী।
আমরা বাংলাদেশে মাতাপিতা হত্যাকারী ঐশী’র মতো মাদকাসক্ত কোন শিক্ষার্থী, কোন সন্তান দেখতে চাই না! টেকনাফ থেকে তেঁতুলিয়া, ছুটাছুটির পথচলা। এ লক্ষে- এসো স্বপ্ন গাঁথি: ধূমপান, মাদক, দুর্নীতি ও ভোক্তা অধিকার ক্ষুণ্ণ বিরোধী (মাতাপিতা হত্যাকারী মাদকাসক্ত সন্তান হবো না, কলঙ্কে দেশ ভরবো না)” দেশব্যাপি বিবর্তন ক্লাসের ক্যাম্পেইন করতে পর্যাপ্ত ফান্ড সংকট, তাই সংকট উত্তোরণে (ফান্ড অথবা সিএসআর স্পন্সর প্রাপ্তির লক্ষে) আমাদের ২ জনের এই লং মার্চ।
পথিমধ্যে সংগঠনের কার্যক্রম ও ক্যাম্পেইন সম্পর্কে অবহিত করি, কক্সবাজারের চকরিয়া-পেকুয়ার মাননীয় এমপি; বরিশাল, সিরাজগঞ্জ, শেরপুর ও চাঁদপুরের জেলা প্রশাসক মহোদয়গণ সহ কক্সবাজার সদর ও চকরিয়া, চট্টগ্রামের পটিয়া ও সীতাকুণ্ড, চাঁদপুর সদর, বরিশালের উজিরপুর, সিরাজগঞ্জ সদর, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়গণ।
তাছাড়া টেকনাফ, চাঁদপুর, সিরাজগঞ্জ, চকরিয়া ও উজিরপুর পৌরসভার মেয়র মহোদয়গণ।
টেকনাফের এসি (ল্যান্ড), রাজবাড়ির গোয়ালন্দ ইউএইচএফপিও সহ বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান মহোদয়গণ সহ জনসাধারণের নিকট।
পথিমধ্যে বরিশাল, শেরপুর ও সিরাজগঞ্জ সার্কিট হাউস সহ জেলা পরিষদের বিভিন্ন ডাকবাংলোতে রাত্রি যাপন করি।
তাছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহান স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ জিয়ারত করি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here