

আফজাল: বন্ধুর বাসায় বেড়াতে এসে ট্রাকের চাপায় প্রাণ গেলো পোশাক কর্মকর্তার। গাজীপুরের গাছা থানাধীন মালেকেরবাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গত শুক্রবার রাতে ময়মনসিংহগামী ট্রাকের চাপায় এক পোশাক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত মাইদুল ইসলাম(৪০) নারায়নগঞ্জের ওস বাংলা জুটেক্স লি: নামক কারখানায় কোয়ালিটি ম্যানেজার হিসেবে কাজ করতেন। তিনি রংপুর জেলার কাউনিয়া থানার হরিচরননষ্ট গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বন্ধু শাহ আলম জানান,গতবৃহস্পতিবার মালেকের বাড়ি বন্ধু বাসায় বেড়াতে আসেন সহকর্মী মাইদুল ইসলাম। পরে গতকাল শুক্রবার রাত দশটায় তারাবি নামাজ শেষে বন্ধুর কাপড়ের দোকানে বসে চা খেয়ে,অপর আরেক বন্ধুর সাথে দেখা করার উদ্যেশে রাস্তা পার হচ্ছিলেন। এসময় বিআরটি লেনে ময়মনসিংহগামী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে গাছা থানার এসআই সুমন লাশ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন। পরে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করেন। এঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীর রয়েছে ।
