Daily Gazipur Online

ডেঙ্গু ঠেকাতে অভিযানে নওগাঁ পুলিশ

অসীম কুমার দাস (নওগাঁ প্র‌তি‌নি‌ধি) : সারা দেশে ভয়াবহ আকারে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যেহেতু ডেঙ্গু জ্বর হচ্ছে মশাবাহিত রোগ, তাই মশক নিধন করলেই এই রোগ থেকে রক্ষা পাওয়া যায়। সাধারণত এডিস মশার কামড়েই মানবদেহে ডেঙ্গু জ্বর ছড়ায়।
দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনের অংশ হিসেবে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ৫টায় সদর মডেল থানা চত্বরে সচেতনতামূলক এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মো.ইকবাল হেসেন ( পিপিএম )।
এবিষয়ে পুলিশ সুপার মো.ইকবাল হোসেন বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর। যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু সেরে যায়, তবে হেমোরেজিক ডেঙ্গ জ্বর মারাত্বক হতে পারে। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধ করা যায় তাই এ বিষয়ে প্রত্যেককে সচেতন থাকতে হবে। জেলা পুলিশের উদ্যোগে শহরের বিভন্ন স্থানের এলাকার ড্রেন, নালা, ময়লা পরিষ্কার করে মশক নিধন ঔষধ স্প্রে করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো.সোহরাওয়ার্দী হোসেন , ওসি তদন্ত মো.ফয়সাল বিন আহসানসহ পুলিশ বিভন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডেঙ্গু জীবাণু আগের তুলনায় বেশ শক্তিশালী ও প্রাণঘাতী হয়ে উঠছে। আর ডেঙ্গু ছড়ায় এসিড মশা এবং অন্যান্য মশা থেকেও নানা ধরনের রোগের বিস্তার ঘটে। তাই ডেঙ্গুসহ নানা ধরনের রোগ থেকে বাঁচতে হলে মশক নিধনই হচ্ছে অতি গুরুত্বপূর্ণ উপায়।