Daily Gazipur Online

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ডিএসইসি’র পাঁচ শতাধিক সদস্য এ ইফতার মাহফিলে অংশ নেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি, ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে-এর সাবেক সভাপতি শওকত মাহমুদ এবং আল-খায়ের ফাউন্ডেশন বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকির হোসেন ইমন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। উপস্থিত ছিলেন ডিএসইসির বর্তমান ও সাবেক নেতারা।
ইফতারের আগে ডিএসইসির সদস্যদের সমৃদ্ধি এবং কল্যাণ ও দেশ এবং জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।