নিজস্ব প্রতিবেদক : ঢাকা-০৫ আসনের উপ-নির্বাচনে কি করনিয় এ বিষয়ক স্থানিয় আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকাবাসীদের নিয়ে এক মতবিনিময় সভা শুক্রবার সন্ধ্যায় ৬৯ ওর্য়াডে করেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। এ উপ- নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি এই স্বেচ্ছাসেবক লীগের নেতা। মতবিনিময় সভায় রিপন বলেন, আমি বয়সে তরুণ। মানুষের সেবায় আমি সবসময়ই মানসিকভাবে প্রস্তুত। যে যখন যেখানেই ডাকবেন সেখানেই যাওয়ার জন্য আমি প্রস্তুত। কেউ রাত তিনটার সময় বিপদে পড়ে ডাকলেও আমাকে পাবেন। সেখানে গিয়ে তার পাশে দাঁড়াতে চাই। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এসময় আরও বলেন, সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করি। দোয়া এমন একটা জিনিস যা করতে টাকা লাগে না এবং কোন কিছুর বিনিময়ে তা পাওয়া যায় না। আপনাদের দোয়া থাকলে আমার দৃঢ় বিশ্বাস দেশরত্ন শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিবেন, ইনশাআল্লাহ।
সাবেক মেধাবী এবং তুখোড় ছাত্রনেতা হিসেবে ইতোমধ্যেই ঢাকা-০৫ আসনের সর্বস্তরের জনগণের মাঝে পরিচিতমুখ কামরুল হাসান রিপন। দুঃসময়ে এবং বিরোধী দলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন কামরুল হাসান রিপন। গত বছর শুদ্ধি অভিযানের মাধ্যমে তাকে আবারও দলে ডাকেন বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কাঁধেই তুলে দেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির ভার।
কামরুল হাসান রিপনও দারুণ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যেই ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগকে অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিটে পরিণত করেছেন তিনি। যে কারণেই এবার তাকে ঢাকা-০৫ আসনের এমপি হিসেবে দেখতে চায় ডেমরা-যাত্রাবাড়ী-শনিরআখড়া, কদমতলী, রায়েরবাগ ও মাতুয়াইল এলাকার জনগণ। কামরুল হাসান রিপনও অত্র-এলাকার সাধারণ মানুষের পাশে থাকার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ।
এ প্রসঙ্গে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের এই শীর্ষনেতা বলেন, সকলেই যেন ভালো থাকতে পারেন সে লক্ষ্যেই কাজ করতে চাই আমি। সাধারণ মানুষ যেন সবধরণের সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। সুযোগ দিলে ঢাকা-০৫ আসনের প্রতিটি ঘরে ঘরে নাগরিক সুবিধা পৌছে দেওয়াই হবে আমার প্রধান টার্গেট।
কামরুল হাসান রিপন নৌকার মনোনয়ন পেলে শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয় উপহার দেওয়ার ঘোষণা দেন। সেইসঙ্গে উক্ত এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত, ভূমিদস্যুমুক্ত, জলাবদ্ধতামুক্ত, করের জটিলতা কমানোসহ নতুন সিটি কর্পোরেশনের অন্তভূক্ত হওয়া প্রতিটি ওয়ার্ডকে আধুনিকায়ন এবং ঢাকা-০৫ আসনকে মডেল ও আর্দশ আসন হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দেন কামরুল হাসান রিপন।
গত ৬ মে ঢাকা-০৫ আসনের সাংসদ বার্ধক্যজনিত কারণে হাবিবুর রহমান মোল্লা মারা যান। ফলে ওইদিন আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা-৫ আসনের উপনির্বাচন আগামী ৩ আগস্টের মধ্যে সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু করোনার কারণে এ সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে না। তাই পরবর্তী ৯০ দিন অর্থাৎ দৈব দুর্বিপাকজনিত সময়ের মধ্যে আগামী নবেম্বরের মধ্যে এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ওই আসনের ভোটগ্রহণ করার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে আগামী ৩ আগস্টের মধ্যে ভোটগ্রহণের কথা। কিন্তু করোনার কারণে সব নির্বাচন স্থগিত রেখেছে ইসি। এক্ষেত্রে দৈব-দুর্বিপাক জনিত কারণে প্রধান নির্বাচন কমিশনারের হাতে সংরক্ষিত পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করবে সংস্থাটি।
প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার পর এবার আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন কে? তা নিয়েই এখন চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। তবে কামরুল হাসান রিপন ইতোমধ্যেই তার কাজের মাধ্যমে ব্যাপক আলোচনায় চলে এসেছেন। কেননা, করোনাভাইরাসের প্রভাব বিস্তারের শুরু থেকেই মাঠে সক্রিয়ভাবে পরিশ্রম করে চলেছেন তিনি। এই সময়ে লিফলেট বিলি থেকে শুরু করে সুরক্ষা মাস্ক, ত্রাণ সামগ্রী, ইফতার এমনকি ঈদ উপহার বিতরণের মাধ্যমে অত্রএলাকার জনগণের প্রিয়মুখে পরিণত হয়েছেন। এই মুহুর্তেও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে প্রতিনিয়তই কোথাও না কোথাও বৃক্ষরোপন কর্মসূচী পালন করে চলেছেন কামরুল হাসান রিপন। যা ইতোমধ্যেই আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ এমনকি দলের হাই কমা-ের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
কামরুল হাসান ছাড়াও আসন্ন ০৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন অর রশিদ (সিআইপি), আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য মেহরীন মোস্তফা দিশি, সদ্য প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে মশিউর রহমান মোল্লা স্বজল, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু, হারুনুর রশীদ মুন্না এবং আতিকুর রহমান আতিকের নাম।