Daily Gazipur Online

তুরাগে এক ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগে এক গৃহবধূকে ধর্ষন মামলার পলাতক আসামী সালাউদ্দিন আহম্মেদ শাওন (৫০)কে আটক করেছে তুরাগ থানা পুলিশ । মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানা পুলিশের উপ-পরিদর্শক ( এস আই ) মোঃ রুবেল শেখ মামলার বরাত দিয়ে জানান, ধর্ষণের শিকার ঐ গৃহবধূর স্বামীর বন্ধু সালাউদ্দিন আহম্মেদ ( শাওন ) । আর এই বন্ধুত্বের সুবাদে বিগত প্রায় ৫মাস পূর্বে ধর্ষণের শিকার গৃহবধূর কাছ থেকে রড সিমেন্ট দেওয়ার কথা বলে ৪ লক্ষ টাকা নেয় সালাউদ্দিন আহম্মেদ শাওন । পরে তাকে রড সিমেন্ট না দিয়ে বিভিন্ন রকম তাল বাহানা করতে থাকে সালাউদ্দিন আহম্মেদ শাওন । এক পর্যায় গত ১৭/৭/২০২০ইং তারিখে সালাউদ্দিন আহম্মেদ শাওন টাকা ফেরত দিবে বলে ঐ গৃহবধূকে তুরাগের কালিয়ারটেক তার ভাড়া বাসায় খবর দেয় । খবর পেয়ে ঐ দিনই দুপুর ১টার দিকে সরল মনে সালাউদ্দিন আহম্মেদ শাওনের ভাড়া বাসায় আসেন ঐ গৃহবধূ । এর পর এই ভাড়া বাসায় আটকিয়ে গৃহবধূকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে সালাউদ্দিন আহম্মেদ শাওন । ধর্ষণ শেষে ভয়ভীতি দেখিয়ে পাওনা টাকা ফিরত না দিয়ে গৃহবধূকে পাঠিয়ে দেয় । এই ঘটনা লোকলজ্জার ভয়ে ঐ সময় গৃহবধূ কাউকে জানায়নি । আর এই ঘটনা লোক সমাজে প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে পর্যায় ক্রমে আরও বেশ কয়েকবার একই কায়দায় তাকে ধর্ষণ করে সালাউদ্দিন আহম্মেদ শাওন । এক পর্যায় ঐ গৃহবধূ গর্ভবতী হয়ে পড়ে । গর্ভবতী হওয়ার প্রায় ৩মাস পর গৃহবধূর পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি টের পেয়ে গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করলে গৃহবধূ মুল ঘটনা পরিবারের সদস্যদের খুলে বলেন, তারপর পরিবারের সদস্যরা গৃহবধূকে সাথে নিয়ে গত ২৯/১০/২০২০ইং তারিখে তুরাগ থানায় উপস্থিত হয়ে ধর্ষণ আইনে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ২৬ । এদিকে মামলা হওয়ার পর কৌশলে গাঁ ঢাকা দেয় সালাউদ্দিন আহম্মেদ শাওন । এর পর হন্যে হয়ে সালাউদ্দিন আহম্মেদ শাওনকে খুঁজতে থাকে পুলিশ । দীর্ঘ প্রায় ২০ দিন চেষ্টা চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর ) দিন গত রাত ৯টার দিকে উত্তরার ১১নং সেক্টরের একটি জিম সেন্টার থেকে সালাউদ্দিন আহম্মেদ শাওনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ । গ্রেফতারকৃত সালাউদ্দিন আহম্মেদ শাওন, মুন্সিগঞ্জ জেলার, সিরাজদিখান থানার, খাসকান্দি মধ্যর চর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে । বর্তমানে তুরেগের কালিয়ারটেক এলাকার ১৯/২১নং বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো । তার বিরুদ্ধে আশুলিয়া ও উত্তরা থানায় নারী নির্যাতন ও ধর্ষণের আরও কয়েকটি মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা এস আই রুবেল শেখ ।