তুরাগে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

0
163
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ “মুজিববর্ষ” উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে “গাছ লাগাই, জীবন বাঁচাই” স্লোগানকে সামনে রেখে রাজধানীর তুরাগে বৃক্ষরোপণ করছে যুবলীগের নেতাকর্মীরা । শনিবার (৪জুলাই) বিকাল টায় তুরাগের কয়েকটি পরিত্যাক্ত খালি জায়গায় প্রায় তিন শতাধিক বনজ, ফলজ, ঔষধিসহ নানা জাতের বৃক্ষ রোপণ করা হয় । তুরাগ থানা আওয়ামী- যুবলীগের আহ্বায়ক নিত্য চন্দ্র ঘোষ ও যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন নাসিমসহ ঢাকা উত্তর সিটির ৫১,৫২,৫৩ ও ৫৪ নং ওয়ার্ডের যুবলীগের নেতৃবৃন্দ এই কর্মসূচির আয়োজন করেন । এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন সরকার, সহ সম্পাদক আবুল কালাম রিপন, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর বীর- মুক্তিযোদ্ধা আলহাজ নাসির উদ্দিন, তুরাগ থানার অন্তর্গত ঢাকা উত্তর সিটির ,৫১,৫২,৫৩ও ৫৪নং ওয়ার্ড যুবলীগ নেতা ( পর্যায়ক্রমে ) মোঃ তৈয়্যাবুর রহমান, মোঃ হারুন অর রশিদ, মোঃ জালাল উদ্দিন, আশরাফুল আলম রুবেল, ইফতেখার ইসলাম জুয়েল, সোহেল মিয়া, মোঃ কাইয়ুম, মোঃ মিলন মিয়া,মোঃ রফিক, সাব্বিরসহ যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ । এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, যুবলীগের হারানো গৌরব, ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্পিত দায়িত্ব কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল সাহেব সযতেœ পালন করেছেন । তারা যুবলীগকে একটি মানবিক সংগঠন হিসেবে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন । আওয়ামী- যুবলীগ ১৯৭২ সালের ১১ ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এদেশের যুব আন্দোলনের পথিকৃৎ শহীদ শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন । বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র , শোষনমুক্ত সমাজ অর্থাৎ সামাজিক ন্যায়বিচার, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ সকল ধর্মের মানুষের স্ব স্ব ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার তথা জাতীয় চার মূলনীতিকে সামনে রেখে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র দূরীকরণ, দারিদ্র বিমোচন, শিক্ষা সম্প্রসারণ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আত্মনির্ভরশীল অর্থনীতি গডে তোলা এবং যুবসমাজের ন্যায্য অধিকারসমুহ প্রতিষ্ঠার লক্ষ্যে যুবলীগের প্রতিষ্ঠা। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের সকল শ্রেণী ও পেশার মানুষের মধ্য থেকে স্বাধীনতা ও প্রগতিকামী যুবক ও যুব মহিলাদের ঐক্যবদ্ধ করে তাদের রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি সুশৃঙ্খল সংগঠন গডে তোলাই যুবলীগের উদ্দেশ্য। প্রতিষ্ঠার পর থেকে যুবলীগের নেতা কর্মীরা দেশ গঠনে আত্মনিয়োগ করে । দেশে করোনা প্রাদুর্ভাবের পর থেকেই জরুরি বৈঠক করে সারাদেশে মানুষের পাশে দাঁড়োনোর জন্য নির্দেশ দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। নির্দেশনার পরই সারাদেশে ত্রাণ তৎপরতা থেকে শুরু করে মানুষকে করোনা সম্পর্কে সচেতন করতে কাজ করছে নেতাকর্মীরা। হতদরিদ্র, গরিব মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ, যুবলীগের উপহার সামগ্রী, নগদ অর্থ, স্বাস্থ্য সামগ্রী প্রদান করেছে। এছাড়া কৃষকের ধান কাটা, ২৪ ঘণ্টা টেলি মেডিসিন সেবা, ফ্রি এম্বুলেন্স ব্যবস্থা কার্যক্রম পরিচালনা করেছে যুবলীগ। যেকোনো সংকটে যুবলীগ অতীতের মতো বর্তমান সময়েও মানুষের পাশে দাঁড়িয়েছেন। রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগকে রাজনৈতিক মাঠে ইতিবাচক ধারায় ফিরিয়ে নিয়ে এসেছেন । মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার সুখী ও সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গডার লক্ষ্যে যুবলীগের নেতাকর্মীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here