মোল্লা তানিয়া ইসলাম তমাঃ ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানার অন্তর্গত ৫৪নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ জাকির হোসেন পাটোয়ারীর একমাত্র সন্তান মোঃ আশওয়াত পাটোয়ারী (৬) আর নেই, ( ইন্না-লিল্লাহিৃৃৃ..রাজিউন) । কিছুদিন পূর্বে আশওয়াত পাটোয়ারী নিউমিনিয়ায় আক্রান্ত হয় । এ থেকে তার হার্ট ও ফুসফুসে সমস্যা দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর মহাখালী আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয় । এ সময় তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় । দীর্ঘ ৮দিন সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লডে ২জুলাই দিনগত রাত ৩টায় আশওয়াত মৃত্যু বরণ করে । তার অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং অনেকেই আশওয়াদের এ অকাল মৃত্যুকে স্বাভাবিক ভাবে মেনে নিতে পারছেন না । আশওয়াদের অকাল মৃত্যুতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করে শোকসমতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।