Daily Gazipur Online

তেজগাঁওয়ে ১৪০ কেজি গাঁজা উদ্ধার

মোঃরফিকুল ইসলাম মিঠু: তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ১৪০ কেজি গাঁজা ও কার্ভাডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-তেজগাঁও বিভাগ। আটককৃত ব্যাক্তি হলেন সালু মিয়া।
রবিবার গভীর রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার এম. রাকিবুল হাসান বলেন তেজগাঁওয়ের মিনি ট্রাক স্ট্যান্ড এলাকায় কয়েকজন মাদক কারবারী গাঁজা বিক্রির জন্য ঢাকা মেট্রো ড-১২১৮৭৬ একটি কার্ভাডভ্যান অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে সঙ্গীয় ফোর্সসহ সু-কৌশলে অভিযান পরিচালনা করে কার্ভাডভ্যানটি আটক করা হয়। এসময় কাভার্ডভ্যানের ড্রাইভার সালুকে গ্রেফতার করা হয়। পরে কার্ভাডভ্যানটি তল্লাশি করে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত হওয়ায় কার্ভাডভ্যানটিও জব্দ করা হয়।এ বিষয়ে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলা দায়ের করা হয।