Daily Gazipur Online

থিংক পজিটিভের সদস্যদের সাথে জুলফিকার আলীর সৌজন্য সাক্ষাত

মামুনুর রশিদঃ বাংলাদেশে বেকার সমস্যা নিরসন ও মাদক মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সামাজিক সংগঠন থিংক পজিটিভের সদস্যরা বিশিষ্ট শিক্ষা অনুরাগী ব্যাক্তি ভুল্লী কলেজের অধ্যক্ষ ও ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জুলফিকার আলীর সাথে সৌজন্য সাক্ষাত করেন । আজ বৃহস্পতিবার ভুল্লী এলাকার সেরা বিদ্যাপিঠ ভুল্লী ডিগ্রী কলেজের রুমে সংগঠনের আগামী দিনের কার্যকলাপ,বেকার সমস্যা নিরসন, মাদক মুক্ত সমাজ গড়া ও ভুল্লী এলাকার উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় জুলফিকার আলী বলেন, থিংক পজিটিভ খুব সুন্দর একটি নাম,আমি চাই আমাদের চিন্তা ভাবনা পজিটিভ হোক,সবারেই চিন্তা ভাবনা যদি পজিটিভ হয় তাহলে এ সমাজের চিত্র পাল্টে যাবে।তিনি আরো বলেন,আমরা সবাই শিক্ষিত হয়ে কাজের সন্ধানে বের হই তাহলে সমাজে কেউ বেকার থাকবে না,তিনি এসময় সংগঠনের সদস্যদের আইসিটির উপর প্রশিক্ষণ নিতে বলেন।তিনি সংগঠনির সকল প্রকার সহযোগিতা করার আশা প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন থিংক পজিটিভ এর সভাপতি সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ,সাধারণ সম্পাদক আসিফ কামাল,সাংগঠনিক সম্পাদক সবুজ ইসলামসহ বেকার যুবকরা ও কমিটির অন্যান্য সদস্যরা।