দুই দিনে ঢাকা ছেড়ে গেছেন ৩৬৪ জন বিদেশি নাগরিক

0
259
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : সারা বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রার্দুভাব ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে গত দুই দিনে ঢাকা ছেড়ে গেছেন ৩৬৪ জন বিদেশী নাগরিক। তার মধ্যে ২২৫ জন মালয়েশিয়া ও ১৩৯ জন ভুটানের নাগরিক বলে জানা গেছে। এদের বেশিরভাগ হল এই দুই দেশের ঢাকাস্থ দূতাবাসের কর্মী ছিলেন।
আজ বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং এপিবিএন পুলিশ সুত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে (বেবিচক) এর এক কর্মকর্তা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে মোট ১০ দিন নাগরিকদের জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হওয়ার ওপর সরকারি নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষাপটে তারা নিজ দেশে ফিরে গেছেন।
বিমানবন্দর সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ মার্চ) রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশীয় নাগরিকরা ঢাকা ত্যাগ করেন। ওই ফ্লাইটে মালয়েশীয় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ দেশটির মোট ২২৫ জন নাগরিক ছিলেন।
এছাড়া আজ বৃহস্পতিবার সকালে দ্রুক এয়ারের ২টি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ১৩৯ জন ভুটানের নাগরিক । ওই দুটি ফ্লাইটে ঢাকাস্থ ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরা ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here