Daily Gazipur Online

ধামরাই‌য়ের বাসনায় সংবর্ধনা অনুষ্ঠান

ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাই‌য়ে সা‌নোড়া ইউ‌নিয়‌নের বাসনা এলাকায় নব‌নির্বা‌চিত চেয়ারম্যান ও মেম্বার‌দের সংবর্ধনা অনুষ্ঠা‌নের অা‌য়োজন ক‌রে এলাকাবাসী। শুক্রবার সংবর্ধিত ও প্রধান অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সা‌নোড়ার তিন বার নির্বাচিত ইউ‌পি চেয়ারম্যান উপ‌জেলা অাওয়ামীলী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক খা‌লেদ ম‌াসুদ খান লাল্টু। অা‌রেক সংব‌র্ধিত ও বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন নব‌নির্বা‌চিত সদস্য অাব্দুস সামাদ। ধামরাই প্রেসক্লা‌বের সভাপ‌তি অা: রশিদ তুষার সহ অাওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, মোয়া‌জ্জেম, সে‌লিম সহ এলাকাবাসী এসময় উপ‌স্থিত ছি‌লেন। সভাপ‌তি ছি‌লেন বাসনার বি‌শিষ্ট ব্য‌ক্তিত্ব নুরুল হক। অনুষ্ঠা‌নে দুই সহস্রা‌ধিক লো‌কের প্রী‌তি‌ভো‌জের অা‌য়োজন করা হয়।