Daily Gazipur Online

নওগাঁয় এতিম শিশুদের নিয়ে কৃষকদলের ইফতার

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে প্রায় ১ হাজার এতিম শিশু এবং ২শ’ জন ওলামা-মাশায়েখদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৭ মার্চ শুক্রবার) সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা কৃষকদলের আয়োজনে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ব্যতিক্রমধর্মী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহাদেবপুর উপজেলা কৃষকদলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। এছাড়া মহাদেবপুর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডোসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, আওয়ামী লীগ হুজুর পেটানো এবং ভারতের দালালির রাজনীতি করে। তারা মানুষের টুপি পরে ঘোরার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। তারা ইমামদেরও ছাড় দেয়নি। অন্যদিকে বিএনপির চেয়ারপার্সন দেশরত্ন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন রাজনীতি করেও মানুষের অধিকার হরণ তো দূরের কথা, নিজে গাড়ি-বাড়িরও মালিক হননি।