Daily Gazipur Online

নওগাঁয় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখার সভাপতি অমিত কুমারকে আত্রাই থানার একটি বিস্ফোরক মামলা গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩ মার্চ) বিকালে তাহাকে উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অমিত কুমারের বাড়ি উপজেলার সাহাগোলা এলাকায় । স্থানীয় এলাকাবাসী ও আত্রাই থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন, গ্রেপ্তার অমিত কুমারের বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে। মামলাটি বিস্ফোরক আইনে করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে আজ গতকাল সোমবার বিকালে সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।