নরেন্দ্র মোদীকে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবীতে মানববন্ধনে

0
188
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: নাগরিক পরিষদের উদ্যোগে “কাশ্মীর ও গুজরাট (আহমেদাবাদ) গণহত্যা এবং বাংলাদেশ সীমান্তে হত্যার জন্য দায়ী মানবতার শত্রু নরেন্দ্র মোদীকে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবীতে বুধবার সকাল ১০:৩০ টায় মানববন্ধন” অনুষ্ঠিত হয়।
নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন গরীব মুক্তি আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান মিলন, ইসলামী ঐক্যজোটের শীর্ষনেতা বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমিন, বীর মু্িক্তযোদ্ধা কমান্ডার কাজী সেলিম, তিস্তা নদী রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফিরোজ, দার্শনিক আবু মহি মুসা, ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ মোঃ নাসির উদ্দিন, মানবাধিকার নেতা মাহবুব খোকন, সাংবাদিক খন্দকার মাসুদ উজ জামান, নাগরিক পরিষদের সদস্য সচিব হিফজুর রহমান, ঢাকা মহানগর নেতা আতিকুল ইসলাম মিয়াজী, প্রেক্ষাপট বাংলাদেশের আহ্বায়ক এন.ইউ আহমেদ প্রমুখ।


নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেন, কাশ্মীরের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দখলদার ভারতীয় সেনাবাহীনির হাতে হৃত। ভারত ৩৭০ ধারা বাতিল করে। ভারতের সাথে কাশ্মীরের সম্পর্ক ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে। এখন কাশ্মীর একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। ভারতীয় দখলদার সেনাবাহিনী হিটলারের গেস্টাপো বাহিনীর মত গণহত্যা, নারী-শিশু নির্যাতন,ত অগ্নি সংযোগসহ মানবতাবিরোধী অপরাধে লিপ্ত। যেমনি অপরাধ করেছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাটের আহমেদাবাদে। নিরীহ মুসলিম নরনারী-শিশুকে হত্যা করেছিল, অগ্নি সংযোগ করেছিল। এখন একই কায়দায় কাশ্মীরে গণহত্যা চালাচ্ছে। ধর্ষণ, শিশু নির্যাতন, ঘরে ঘরে যুবক কিশোর তুলে এনে গুম করা হচ্ছে। কাশ্মীর ও গুজরাট গণহত্যার বিচার সকল বিবেকবান মানুষের দাবী। গণহত্যায় জড়িত ভারতীয় বাহিনী ও খুনী নরেন্দ্র মোদীর আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করতে হবে।
মোহাম্মদ শামসুদ্দীন বলেন, বাংলাদেশ সীমান্তে নিরীহ সাধারণ বাংলাদেশীদের বিনা বিচারে গুলি করে, নির্যাতন করে, কুপিয়ে প্রায় প্রতিদিনই হত্যা করছে ভারত। যা মানবতা বিরোধী অপরাধ। আমরা দাবী করছি কাশ্মীর, গুজরাট গণহত্যা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং বাংলাদেশ সীমান্তে হত্যার দায়ী মানবতার শত্রু নরেন্দ্র মোদীর আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার কতে হবে।


এই শান্তিপূর্ণ জনদাবীতে কারণে পুলিশ বাধা প্রদান করে। বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান মিলন এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে অন্যায়ের প্রতিবাদ করতে সরকারি বাধাকে রহস্যজনক বলে মন্তব্য করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here